Print Date & Time : 10 September 2025 Wednesday 12:28 pm

আমদানি বিল পরিশোধ না করলে এডি লাইসেন্স বাতিল

নিজস্ব প্রতিবেদক: বাণিজ্যিক ব্যাংকগুলোকে নির্দিষ্ট সময়ের মধ্যে আমদানি বিলের দায় পরিশোধের নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। যথাসময়ে পরিশোধ না করলে এডি লাইসেন্স বাতিল করা হবে। পাশাপাশি ব্যাংকের বৈদেশিক লেনদেনে অনিয়মে জড়িত কর্মকর্তাদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। গতকাল বাংলাদেশ ব্যাংকের এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, যথাসময়ে আমদানি/স্বীকৃত বিলের দায় পরিশোধের বিষয়ে বাধ্যবাধকতা আরোপ করা হয়, যা যথাযথভাবে পরিপালিত না হওয়ায় বৈদেশিক বাণিজ্যে বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে। এ প্রেক্ষাপটে যথাসময়ে বৈদেশিক ও স্থানীয় স্বীকৃত বিলগুলো পরিশোধের বিষয়ে সংশ্লিষ্ট নির্দেশনা যথানিয়মে পরিপালন নিশ্চিত করতে আপনাদের সব অনুমোদিত ডিলার ব্যাংক শাখাকে আবার নির্দেশনা প্রদান করা হলো। যথাসময়ে স্বীকৃত দায় পরিশোধের ব্যর্থতায় সংশ্লিষ্ট এডি লাইসেন্স বাতিলসহ দায়ী কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের বিষয়ে বাংলাদেশ ব্যাংক প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে।