নিজস্ব প্রতিবেদক: নির্বাচন কমিশনার (ইসি) রাশেদা সুলতানা বলেছেন, আমরা এখনো আশাবাদী বিএনপি নির্বাচনে আসবে। যদি আসেন তাহলে আমরা অবশ্যই বিবেচনায় নেব। সোমবার (২৭ নভেম্বর) দুপুরে বগুড়ায় ৪ জেলার নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই কথা বলেন তিনি।
তিনি বলেন, বিএনপির জন্য এখনো স্পেস আছে। তবে আগামী ২৮ জানুয়ারির আগেই নির্বাচন সম্পন্ন করবে কমিশন। বিএনপি না আসলেও আসন্ন সংসদ নির্বাচনে স্ট্রাইকিং ফোর্স হিসেবে থাকবে। তবে তাদের বিচারিক ক্ষমতা দেওয়া হবে না।
ইসি রাশেদা বলেন, ২০১৪ ও ১৮ সালে কোন পদ্ধতিতে নির্বাচন হয়েছে, সেদিকে যেতে চাচ্ছি না, সেই অভিজ্ঞতাও নেই। কারণ, এই কমিশন তখন ছিল না। এখনকার কমিশন একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন করতে চায়। এজন্য সকলের সহযোগিতা প্রয়োজন।
নিবন্ধন করা ৪৪টি রাজনৈতিক দলের মধ্যে ৩০টি অংশ নিচ্ছে, তাই নির্বাচন অংশগ্রহণমূলক হতে যাচ্ছে বলে জানান তিনি।
আসন্ন দ্বাদশ জাতীয় নির্বাচনে কেন্দ্রে সিসি ক্যামেরা রাখার প্রসঙ্গে ইসি রাশেদা বলেন, এ বিষয়ে আর কোনো কথা নেই আমাদের। কারণ সিসি ক্যামেরা দিলে ৪২ লাখ কক্ষে দিতে হবে। একসঙ্গে এতগুলো ক্যামেরা স্থাপনের সক্ষমতা কোনো কোম্পানির নেই।