Print Date & Time : 12 August 2025 Tuesday 3:43 am

আমরা খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হয়েছি: মতিয়া চৌধুরী

শেরপুর প্রতিনিধি: কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী বলেছেন, আমরা শুধু কৃষির জন্যই পদক পাই না, আমরা খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হয়েছি। বুধবার শেরপুরের নালিতাবাড়ীর গোজাকুড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে গরিব ও মেধাবী শিক্ষার্থীদের মধ্যে শীতবস্ত্র ও আর্থিক প্রণোদনা বিতরণ কালে এ কথা বলেন।

এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ডা. এএম পারভেজ রহিম, পুলিশ সুপার রফিকুল ইসলাম গণি, অতিরিক্ত পুলিশ সুপার সালাউদ্দিন সিকদার, উপজেলা আওয়ামী লীগ সভাপতি জিয়াউল হক মাস্টার, শেরপুর পৌরসভার মেয়র আবুবক্কর সিদ্দিক, উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম মোখলেছুর রহমান, ভাইস চেয়ারম্যান আছমতারা আসমা প্রমুখ।

উল্লেখ্য, উপজেলার ৯৫টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীর মধ্যে ৯৩৭টি কম্বল ও এক লাখ ১০ হাজার টাকা বিতরণ করেন।