Print Date & Time : 10 August 2025 Sunday 8:33 pm

আমরা টেকের দ্বিতীয় প্রান্তিকের প্রতিবেদন প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: পুঁজিবাজারে তালিকাভুক্ত তথ্য ও প্রযুক্তি খাতের কোম্পানি আমরা টেকনোলজিস লিমিটেডের দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। কোম্পানিটির সর্বশেষ ছয় মাসে শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৪৮ পয়সা। যা আগের বছরে একই সময়ে ছিল ২৮ পয়সা।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়,  সর্বশেষ ৩ মাসে (অক্টোবর-ডিসেম্বর’১৬) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে  ১৪  পয়সা। যা আগের বছরের একই সময়ে ছিল ১০ পয়সা।

৩১ ডিসেম্বর শেষে কোম্পানির শেয়ার প্রতি প্রকৃত সম্পদ (এনএভি) হয়েছে ২১ টাকা ৫৮ পয়সা।

উল্লেখ্য, কোম্পানিটি ২০১২ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়ে বর্তমানে ‘এ’ ক্যাটাগরিতে অবস্থান করছে।