Print Date & Time : 6 August 2025 Wednesday 5:00 am

আমাজনের বিরুদ্ধে এফটিসির মামলা

শেয়ার বিজ ডেস্ক: অবৈধভাবে একচেটিয়া ক্ষমতা ধরে রাখার অভিযোগে আমাজনের বিরুদ্ধে মামলা করেছে যুক্তরাষ্ট্রের ফেডারেল ট্রেড কমিশন (এফটিসি) এবং ১৭টি রাজ্যের অ্যাটর্নি জেনারেলরা। খবর: এবিসি নিউজ।

অভিযোগে বলা হয়েছে, এই খুচরা জায়ান্ট কিছু একচেটিয়া ব্যবসা ধরে রাখতে কিছু বেআইনি কৌশল অবলম্বন করেছে। তারা প্রতিপক্ষ ও বিক্রেতাদের পণ্যের দাম কমানো থেকে ঠেকিয়ে রাখে, বিক্রেতাদের কাছে উচ্চমূল্য হাঁকে, ক্রেতাদের নি¤œমানের পণ্য দেয়, নতুনত্বকে দমন করে এবং প্রতিপক্ষদের সুষ্ঠু প্রতিযোগিতা থেকে সরিয়ে রাখে।

এফটিসি জানিয়েছে, আমাজনের বিরুদ্ধে অভিযোগ এর ব্যাপকতার জেরে নয়, বরং এর কিছু সুদূরপ্রসারী স্কিমের কারণে তোলা হয়েছে। এসব স্কিম প্রতি বছর কয়েক বিলিয়ন ডলারের সেলস এবং কয়েক মিলিয়ন ক্রেতাকে প্রভাবিত করে।

সব অভিযোগ প্রত্যাখ্যান করে বিবৃতি দিয়ে আমাজন বলেছে, এই মামলায় এটিই স্পষ্ট করেছে যে, গ্রাহক ও ব্যবসায়িক প্রতিযোগিতা সুরক্ষা দেয়ায় এফটিসির যে ফোকাস, তা থেকে সংস্থাটি সরে এসেছে। এফটিসি আমাদের যে প্রথাগুলো চ্যালেঞ্জ করেছে, সেগুলো খুচরা শিল্পে প্রতিযোগিতা ও উদ্ভাবনকে উৎসাহিত করতে সহায়তা করেছে। সেসব প্রথার কারণে আমাজনের গ্রাহকদের জন্য আরও বেশি পণ্য বাছাইয়ের সুযোগ, কম দাম ও দ্রুত ডেলিভারির গতি তৈরি করেছে। এছাড়া আমাজনের সঙ্গে সংশ্লিষ্ট অনেক ব্যবসার জন্য আরও বেশি সুযোগ তৈরি করেছে।

প্রতিষ্ঠানটি আরও জানায়, এফটিসির মামলাটি তথ্য ও আইনগতভাবে ভুল এবং আমরা সেই মামলায় আদালতে যেতে প্রস্তুত।

প্রতিষ্ঠানটি জানায়, কয়েক বছর ধরে এফটিসির তদন্তে সহায়তা করে আসছে আমাজন। তারা বলেছে, আমাদের আশা এজেন্সি আমাজনের উদ্ভাবনকে গুরুত্ব দেবে এবং আমেরিকান ক্রেতাদের স্বল্প মূল্যে পণ্য সরবরাহের কারণে তারা যে উপকৃত হচ্ছে, তার স্বীকৃতি দেবে।