Print Date & Time : 17 July 2025 Thursday 11:09 pm

আমাজনে আগুন লাগাতে অর্থায়ন করেন ডি ক্যাপ্রিও

শেয়ার বিজ ডেস্ক: আমাজন বনাঞ্চলে আগুন লাগাতে হলিউড তারকা লিওনার্দো ডি ক্যাপ্রিও অর্থায়ন করেছিলেন বলে অভিযোগ করেছেন ব্রাজিলের কট্টর ডানপন্থি প্রেসিডেন্ট জাইর বোলসোনেরো। গত শুক্রবার এক মন্তব্যে তিনি এ অভিযোগ করলেও এর সপক্ষে কোনো প্রমাণ দেননি তিনি। খবর: রয়টার্স।

এর আগে বৃহস্পতিবার এক লাইভ ওয়েবকাস্টেও ব্রাজিলের এ ডানপন্থি প্রেসিডেন্ট বলেন, ‘আগুন নেভাতে কাজ করা স্বেচ্ছাসেবকদের আমাজন অগ্নিকাণ্ডের ছবির বিনিময়ে অর্থ দিয়েছিল পরিবেশবাদী সংগঠন ওয়ার্ল্ড ওয়াইল্ড লাইফ ফান্ড (ডব্লিউডব্লিউএফ)। ওই ছবি তারা দাতাদের কাছ থেকে অর্থ নিতে কাজে লাগিয়েছিল।’ বোলসোনেরোর দাবি, ডব্লিউডব্লিউএফের তহবিলে ডি ক্যাপ্রিও পাঁচ লাখ ডলার চাঁদা দিয়েছেন।

ব্রাজিলের প্রেসিডেন্টের এ অভিযোগ প্রত্যাখ্যান করেছে ডব্লিউডব্লিউএফ। হলিউড তারকার কাছ থেকে চাঁদা নেওয়ার কথাও অস্বীকার করেছে এ পরিবেশবাদী সংগঠন। স্বেচ্ছাসেবকদের কাছ থেকে ছবি নেওয়া হয়নি বলেও জানিয়েছে তারা।

প্রেসিডেন্টের বাসভবনের সামনে দাঁড়িয়ে শুক্রবার বোলসোনেরো বলেছেন, ‘লিওনার্দো ডি ক্যাপ্রিও একজন চমৎকার মানুষ, তাই না? যিনি আমাজন জ্বালিয়ে দিতে অর্থ দিয়েছিলেন!’ পরে এক বিবৃতিতে ডি ক্যাপ্রিও জানান, তিনি ডব্লিউডব্লিউএফকে চাঁদা দেননি। তিনি বলেছেন, ‘ব্রাজিলের জনগণ তাদের প্রকৃতি ও সাংস্কৃতিক ঐতিহ্য রক্ষায় কাজ করছে। সহযোগিতা করার মতো অর্থ থাকলেও আমরা তাদের (ডব্লিউডব্লিউএফ) চাঁদা দিইনি।’

গত মঙ্গলবার ব্রাজিলের পুলিশ স্থানীয় একটি বেসরকারি সংগঠন অল্টের দো চাও ফায়ার ব্রিগেডের চার সদস্যকে দাতাদের কাছ থেকে চাঁদা নেওয়ার উদ্দেশ্যে ইচ্ছাকৃতভাবে আমাজনে আগুন লাগিয়ে তার ছবি ও ভিডিও করার অভিযোগে আটক করেছিল। পরিবেশবাদী সংগঠনগুলোর তীব্র সমালোচনার মুখে বৃহস্পতিবার ব্রাজিলের এক বিচারক ওই চারজনকে ছেড়ে দেওয়ার নির্দেশ দেন।

একই দিন লাইভ ওয়েবকাস্টে বোলসোনেরো বলেন, আমাজন বনাঞ্চলের আগুনের ছবি তুলে দেওয়ার জন্য ডব্লিউডব্লিউএফ আগুন নেভাতে কাজ করা বেসরকারি সংস্থাগুলোকে অর্থ দিয়েছিল।