Print Date & Time : 3 August 2025 Sunday 7:04 am

‘আমাদের আমেরিকা না গেলেও চলবে’

প্রতিনিধি, টাঙ্গাইল:আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক বলেছেন, আমেরিকায় কজন মানুষ যায়, তারা নিষেধাজ্ঞা দিয়ে কী করবে গুলশান-বানানীর বড়লোকের ছেলেরাই আমেরিকায় যায়। তারা না গেলে বাংলাদেশের কোনো ক্ষতি হবে না।

গতকাল শনিবার দুপুরে টাঙ্গাইলের মধুপুর উপজেলার শোলাকুড়ির দোখলা রেস্ট হাউসে বঙ্গবন্ধুর ম্যুরাল ও দুটি বন বিভাগের ব্যারাক উদ্বোধন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

কৃষিমন্ত্রী বলেন, আমাদের আমেরিকা না গেলেও চলবে। দু-একজন মন্ত্রী না গেলেও ক্ষতি হবে না। আমরা জেলে যাওয়ার জন্য প্রস্তুত, ভিসা নিয়ে আমেরিকা যেতে পারব না। কিছু মানুষকে নিষেধাজ্ঞা দেয়া হয়েছে। যারা গুলশান-বনানীতে বসবাস করে তারাই আমেরিকা যায়।

তিনি আরও বলেন, আগামী তিন মাস পর জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে, তা গোটা পৃথিবীর কাছে গ্রহণযোগ্যতা পাবে। কোনো দল এই নির্বাচনকে বানচাল করতে পারবে না। কোনো ষড়যন্ত্র করেই তারা এই নির্বাচনকে বানচাল করতে পারবে না বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি। বর্তমানে পুলিশ প্রশাসন খুবই তৎপর রয়েছে।

 তারা সব ষড়যন্ত্র মোকাবিলা করতে সক্ষম হবে।

স্যাংশনের বিষয়ে কৃষিমন্ত্রী বলেন, অর্থনৈতিকভাবে যদি আমেরিকা স্যাংশন দেয়, তাহলে আমরাও দেখব কীভাবে মোকাবিলা করা যায়। আন্তর্জাতিক বিশ্বে আমেরিকাসহ অনেক দেশ মুক্তিযুদ্ধের সময় আমাদের পক্ষে ছিল।

এ সময় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী সাহাব উদ্দিন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জোয়াহেরুল ইসলাম জোয়াহের, পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আইরিন আক্তার, বিভাগীয় বন কর্মকর্তা সাজ্জাদুজ্জামান, মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীমা ইয়াসমিন প্রমুখ উপস্থিত ছিলেন।