নিজস্ব প্রতিবেদক: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি আমান কটন ফাইব্রাসের প্রথম ও দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। আজ সোমবার তা বিনিয়োগকারীদের জন্য প্রকাশ করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)।
জানা গেছে, চলতি অর্থবছরের প্রথম প্রান্তিক (জুলাই-সেপ্টেম্বর,২০) প্রান্তিকে কোম্পানিটি শেয়ার প্রতি আয় করে ৩০ পয়সা। আগের বছর একই সময় যা ছিল ২৪ পয়সা।
দ্বিতীয় প্রান্তিকে (জুলাই-ডিসেম্বর,২০) কোম্পানিটির শেয়ার প্রতি আয় করে ৬৫ পয়সা। আগের বছর একই সময়ে যা ছিল ৯৭ পয়সা। ৩১ ডিসেম্বর,২০২০ সমাপ্ত সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য হয়েছে ৪০ টাকা ৩৩ পয়সা।
শেয়ার বিজ/এসএটি

Print Date & Time : 5 August 2025 Tuesday 3:53 pm
আমান কটনের অর্ধবার্ষীক প্রতিবেদন প্রকাশ
দিনের খবর,পুঁজিবাজার ♦ প্রকাশ: