শেয়ার বিজ : পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি আমান ফিড লিমিটেড নতুন ‘ফিস ফিড প্লান্ট’ বাণিজ্যিকভাবে চালুর উদ্যোগ নিয়েছে।
ডিএসই সূত্রে জানা গেছে, আমান ফিডের উৎপাদন ক্ষমতা বাড়ানোর জন্য এ নতুন ফিশ ফিড প্ল্যান্ট স্থাপন করা হচ্ছে। এরইমধ্যে নতুন প্ল্যান্টের প্রয়োজনীয় যন্ত্রপাতি স্থাপন করা করেছে। শীঘ্রই ওই প্লান্টে বাণিজ্যিকভাবে মাছের খাদ্য উৎপাদন শুরু হবে। নতুন ফিশ প্লান্ট চালুর পর আমান ফিডের উৎপাদন ক্ষমতা প্রায় ৪৩ হাজার ২০০ মেট্রিক টনে উন্নীত হবে। এতে কোম্পানিটির বিক্রয়লদ্ধ আয় প্রায় ১৮৩ কোটি বাড়বে। আর কর-পরবর্তী মুনাফা প্রায় ১৪ কোটি ৫০ লাখ টাকা রাড়বে- বলে আশা করছেন কোম্পানির দায়িত্বশীলরা।