Print Date & Time : 14 September 2025 Sunday 6:27 pm

‘আমার এলাকার মানুষ কষ্টে নেই, নারীরা তিনবার লিপস্টিক লাগাচ্ছে’ 

নিজস্ব প্রতিবেদক: বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি জানিয়েছেন দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির মধ্যেও তার নির্বাচনী এলাকার মানুষের কষ্ট নেই। তবে এর সঙ্গে মন্ত্রী এ কথাও বলেন যে, সারা দেশের অবস্থাটা ভিন্ন। শহরের যারা দিনমজুর, নিম্নশ্রেণির তাদের খুব কষ্ট হচ্ছে। 

আজ (বুধবার) সচিবালয়ে মন্ত্রণালয় সভাকক্ষে ন্যাশনাল ট্যারিফ পলিসি মনিটরিং ও রিভিউ কমিটির সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

নিজের নির্বাচনী এলাকার কথায় মন্ত্রী আরও বলেন, আজ থেকে ২০ বছর আগে আমার এলাকায় ১০টা মোটরসাইকেল ছিল। তখন আমি প্রথম নির্বাচন করি। আজ সেখানে হাজার হাজার মোটরসাইকেল। আমার এলাকা আলুভিত্তিক, কৃষিভিত্তিক। তাদের কোনো কষ্ট নেই। সেখানকার নারীরা দিনে তিনবার করে লিপস্টিক লাগাচ্ছে। চারবার করে স্যান্ডেল বদলাচ্ছে। আমি খুব ভালো জানি আমার কোনো সমস্যা নেই।