শেয়ার বিজ ডেস্ক : জাপানের একটি মহাকাশ কেন্দ্র থেকে সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) প্রথম মঙ্গল মিশনের সফল উৎক্ষেপণ হয়েছে। গতকাল সোমবার জাপানের তানেগাশিমা মহাকাশ কেন্দ্র থেকে স্থানীয় সময় দুপুর ১টা ৫৮ মিনিটে ইউএইর হোপ মহাকাশযান উৎক্ষেপণ করা হয়। খবর: রয়টার্স।
মঙ্গলের পথে থাকা মহাকাশযানটির সাত মাসে ৫০ কোটি কিলোমিটার পাড়ি দিয়ে গন্তব্যে পৌঁছানোর কথা রয়েছে। সেখানে পৌঁছে যানটি লাল গ্রহটিকে প্রদক্ষিণ করবে এবং মঙ্গলের আবহমণ্ডল সম্পর্কে পৃথিবীতে তথ্য পাঠাবে। উৎক্ষেপণের এক ঘণ্টা পরই মহাকাশযানটি তার সৌর প্যানেলের পাখা বিস্তার করে আর পৃথিবীতে থাকা মিশনের সঙ্গে রেডিও যোগাযোগ চালু করে। পুরো মিশনে মহাকাশযানটির সব যন্ত্রপাতি সৌরশক্তিতে পরিচালিত হবে।
২০২১ সালের ফেব্রুয়ারিতে সংযুক্ত আরব আমিরাত গঠনের ৫০তম বার্ষিকীতে হোপের গন্তব্যে পৌঁছানোর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।