Print Date & Time : 12 August 2025 Tuesday 9:54 pm

আমি শনিবারও অফিস করবো : জবিসাসকে নবনিযুক্ত উপাচার্য ড. সাদেকা হালিম

 

প্রতিনিধি, জবি: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বিদ্যমান একাডেমিক,দাপ্তরিক ও প্রশাসনিক স্থবিরতা দূর করতে শনিবারও অফিস করবেন বলে জানিয়েছেন নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. সাদেকা হালিম।

বৃহস্পতিবার (৩০ নভেম্বর) জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সাথে ফুলেল শুভেচ্ছা বিনিময়ের সময় এ কথা বলেন ড. সাদেকা হালিম।

তিনি বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে বেশ কিছু সংকট আছে৷ সবকিছু একদিনে সমাধান সম্ভব নয়। একটা একটা করে সমাধান করতে হবে৷ বিশ্ববিদ্যালয়ে বিদ্যমান স্থবিরতা দূর করতে আমি শনিবারও অফিস করবো৷

ফুলেল শুভেচ্ছা বিনিময়ের সময় উপস্থিত ছিলেন জবি সাংবাদিক সমিতির আহবায়ক আবু সাঈদ চৌধুরী, সদস্য সচিব অপূর্ব চৌধুরী,সহ সাংবাদিক সমিতির অন্যান্য সদস্যরা।

প্রসঙ্গত, বৃহস্পতিবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রথম নারী উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান ও সামাজিক বিজ্ঞান অনুষদের সাবেক ডীন অধ্যাপক ড. সাদেকা হালিম। গত ১১ নভেম্বর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রয়াত উপাচার্য অধ্যাপক ড. মো. ইমদাদুল হক রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান৷ যার প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়টির নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পান ড. সাদেকা হালিম।