আমেরিকায় বাংলাদেশিকে গুলি করে হত্যা

???????? ????????? ?????? ???? ??? ?????

শেয়ার বিজ ডেস্ক: মার্কিন যুক্তরাষ্ট্রের কানসাস অঙ্গরাজ্যের উচিটা শহরে এক বাংলাদেশী তরুণ এম হাসান রহমান বাঁধন নামের এক যুবককে গুলি করে হত্যা করা হয়েছে। উচিটা পুলিশ গতকাল সোমবার সকালে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছে। খবর নিউ ইয়র্ক পোস্ট।

সংবাদ সম্মেলনে বলা হয়েছে, শনিবার উচিটা শহরের সেন্ট্রাল রক রোডের পাশে ৭৮০০ পেজন্ট লাইভ ওক স্ট্রিটঅ্যাপার্টমেন্টের সামনে একটি গাড়িতে ২৬ বছরের এক যুবকের লাশ পাওয়া গেছে ।

পুলিশ জানায়, তিনি পিৎজা হাটের ডেলিভারি বয় হিসেবে কাজ করতেন। এদিন রাতে বাঁধন পিৎজা ডেলিভারি করে ঠিক সময়ে পিৎজা সেন্টারে না পৌঁছলে কর্তৃপক্ষ পুলিশকে অবহিত করে। গত রোববার সকাল ১১টায় পুলিশ ৭৮০০ পেজন্ট লাইভ ওক স্ট্রিট অ্যাপার্টমেন্টের সামনে থেকে বাঁধনের নিজ গাড়ির ট্রাঙ্ক থেকে তার মৃতদেহ উদ্ধার করে।

ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা তাকে গুলি করার পর তারই গাড়ির ট্রাঙ্কে ঢুকিয়ে রেখে ওই এলাকায় গাড়িটি ফেলে আসে। এদিকে গাড়িটি বাঁধনের বলে নিশ্চিত করেছে পুলিশ। এ ব্যাপারে পুলিশ জনগণের সহযোগিতা কামনা করেছে।

উল্লেখ্য, নিহত যুবক বাঁধনের গ্রামের বাড়ি গাজীপুর চৌরাস্তা টেরি পাড়ায়। তিনি পরিবারের একমাত্র ছেলে।