আমেরিকা প্রবাসী নারীর কোমরে মিলল ৭ কেজি স্বর্ণ

নিজস্ব প্রতিবেদক: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক আমেরিকা প্রবাসী নারীর কোমরে অভিনব কায়দায় লুকানো অবস্থায় প্রায় সাত কেজি স্বর্ণ আটক করেছে ঢাকা কাস্টম হাউস প্রিভেন্টিভ টিম।

মঙ্গলবার সকালে স্বর্ণসহ ওই নারীকে আটক করা হয়। ঢাকা কাস্টম হাউজ এর উপ-কমিশনার সানোয়ারুল কবীর এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, স্বর্ণ চোরাচালানের তথ্য পায় ঢাকা কাস্টম হাউসের কমিশনার। এরই প্রেক্ষিতে বিমানবন্দরের  বিভিন্ন জায়গায় নজরদারি বৃদ্ধি করা হয়। সকাল ৮টা ৪০ মিনিটে দুবাই থেকে ট্রানজিট হওয়া ইকে-০৫৮২ একটি বিমান হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

পরে ওই বিমানে আসা যাত্রীদের মধ্যে বিমানবন্দরের ৭ নং বোর্ডিং ব্রিজ এলাকায় আমেরিকান পাসপোর্টধারী শাহনাজ চৌধুরী নামের এক যাত্রীর গতিবিধি সন্দেহজনক হলে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। এসময় তিনি স্বর্ণ থাকার বিষয়টি অস্বীকার করেন। পরে তাকে তল্লাশি করে তার কোমরে থাকা দুটি কাপড়ের বেল্টের মধ্যে অভিনব কায়দায় লুকানো ৫৯টি স্বর্ণবার পাওয়া যায়। যার ওজন ৬ কেজি ৮০০ গ্রাম। পরে ওই যাত্রীকে আটক করা হয়। তার বিরুদ্ধে কাস্টমস ও ফৌজদারি আইনে মামলার প্রস্তুতি চলছে বলেও জানান উপ কমিশনার।