Print Date & Time : 6 September 2025 Saturday 12:01 am

আয়কর মেলার আদলে নভেম্বর মাসব্যাপী কর সেবামাস

প্রতিনিধি, রাজশাহী : আয়কর রিটার্ন দাখিলসহ করদাতাদের সব সেবা দিতে ১ নভেম্বর থেকে শুরু হচ্ছে করসেবা মাস, যা চলবে ৩০ নভেম্বর পর্যন্ত। আয়কর রিটার্ন পূরণ, রিটার্ন গ্রহণ, টাকা জমা, সঙ্গে সঙ্গে প্রাপ্তি স্বীকারপত্র প্রদানসহ সব সেবা পাবে এ করসেবা মাসে পাওয়া যাবে বলে জানান কর অঞ্চল রাজশাহীর কমিশনার   মো. শাহ আলী। তিনি বলেন, ০ ‘আয়কর সম্পর্কে ভীতি দূর, কর সচেতনতা বৃদ্ধি ও আরও নিবিড় করসেবা দিতে জাতীয় রাজস্ব বোর্ডের আয়কর বিভাগ ২০২০ সালে প্রথমবারের মতো নভেম্বর মাসকে করসেবা মাস ঘোষণা করে। এ মাসে করদাতারা নির্ধারিত কর অঞ্চলে তাদের ২০২৩-২৪ করবর্ষের নিজ নিজ আয়কর রিটার্ন জমা দিতে পারবেন।

অনলাইনে আয়কর রিটার্ন দাখিল সিস্টেমটি চালু রয়েছে। ইতোমধ্যে করদাতারা ওই সিস্টেমে রেজিস্ট্রেশন করাসহ রিটার্ন তৈরি এবং রিটার্ন দাখিল করতে পারছেন। এবার করনেট সম্প্রসারণ এবং বাজেট লক্ষ্যমাত্রা আদায়ে গুরুত্ব থাকবে। পূর্ববর্তী কর বর্ষের তুলনায় অধিক আদায় ও সেবা প্রদান করা সম্ভব হবে বলে আশা করেন কর কমিশনার।

এবার সোনালী, জনতা, বেসিক ব্যাংকের তিনটি বুথ থাকবে। মেলা পরিদর্শন করেন কর কমিশনার সঙ্গে মোহাম্মদ শাহ আলী অতিরিক্ত কর কমিশনার, মোহাম্মাদ আব্দুল্লাহ অতিরিক্ত কর কমিশনার কর আপিল অঞ্চল, মো. মোশাররফ হোসন, যুগ্ম কর কমিশনার।