Print Date & Time : 4 September 2025 Thursday 5:04 pm

আয়ের চেয়ে ব্যয় বেশি বিএনপির

নিজস্ব প্রতিবেদক : বিগত ২০২১ পঞ্জিকা বছরের আয়-ব্যয়ের হিসাব নির্বাচন কমিশনে জমা দিয়েছে বিএনপি। আজ বৃহস্পতিবার বিএনপি’র সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী নির্বাচন কমিশন সচিবের কাছে দলের এই আয়-ব্যয়ের হিসাব জমা দেন।

গত এক বছরে বিএনপির আয় হয়েছে ৮৪ লাখ ১২ হাজার ৪৪৪ টাকা। কমিটির সদস্যদের মাসিক চাঁদা, মনোনয়ন ফরম বিক্রি, ব্যক্তি ও প্রতিষ্ঠান থেকে অনুদান ও ব্যাংক এফডিআর থেকে এই টাকা আয় হয়েছে।

গত এক বছরে বিএনপির ব্যয় হয়েছে এক কোটি ৯৮ লাখ ৪৭ হাজার ১৭১ টাকা। কর্মচারীদের বেতন, বোনাস, ক্রোড়পত্র বিলসহ বিভিন্ন খাতে এই টাকা ব্যয় হয়েছে। এই হিসাবে আয়ের চেয়ে ১ কোটি ১৪ লাখ ৩৪ হাজার ৭২৭ টাকা বেশি ব্যয় করেছে বিএনপি।