আরএন স্পিনিংয়ের ২০ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা

নিজস্ব প্রতিবেদক: বস্ত্র খাতের কোম্পানি আরএন স্পিনিং মিলস লিমিটেড ৩০ জুন ২০১৭ পর্যন্ত হিসাববছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

২০১৭ সালের ৩০ জুন সমাপ্ত হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে কোম্পানিটি ২০ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করেছে। ওই সময় শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে এক টাকা এক পয়সা এবং শেয়ারপ্রতি সম্পদমূল্য (এনএভি) হয়েছে ২১ টাকা ৩১ পয়সা। ঘোষিত লভ্যাংশ বিনিয়োগকারীদের সম্মতিক্রমে অনুমোদনের জন্য বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ১১ অক্টোবর দুপুর ১২টায় শালবন মাল্টিপারপাস হল, কুমিল্লা বিজিবি, কোটবাড়ী, কুমিল্লায় অনুষ্ঠিত হবে। এজন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ২৫ সেপ্টেম্বর।

গতকাল শেয়ারদর এক দশমিক ৩৫ শতাংশ বা ৩০ পয়সা বেড়ে প্রতিটি সর্বশেষ ২২ টাকা ৫০ পয়সায় হাতবদল হয়, যার সমাপনী দর ছিল ২২ টাকা ৭০ পয়সা। দিনজুড়ে ৪৪ লাখ ৩৯ হাজার ৭৮১টি শেয়ার মোট দুই হাজার ৬৪৭ বার হাতবদল হয়, যার বাজারদর ১০ কোটি ১৮ লাখ ৮৯ হাজার টাকা। দিনজুড়ে শেয়ারদর সর্বনি¤œ ২২ টাকা ৫০ পয়সা থেকে সর্বোচ্চ ২৩ টাকা ৬০ পয়সায় হাতবদল হয়। গত এক বছরে শেয়ারদর ১৬ টাকা ৬০ পয়সা থেকে ৩৫ টাকার মধ্যে ওঠানামা করে।