আরএসআরএম স্টিলের এজিএমের স্থান নির্ধারণ

নিজস্ব প্রতিবেদক: রতনপুর স্টিল রি-রোলিং মিলস লিমিটেডের বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও বিশেষ সাধারণ সভার (ইজিএম) স্থান ঘোষণা করা হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্রমতে, কোম্পানরি ৩২তম এজিএম ও দ্বিতীয় ইজিএম আগামী ১২ অক্টোবর বেলা ১১টায় ও ১টায় স্মরণিকা কমিউনিটি সেন্টার, ১৩ লাভ রোড, চট্টগ্রামে অনুষ্ঠিত হবে।

৩০ জুন ২০১৭ পর্যন্ত হিসাববছরের জন্য লভ্যাংশ ঘোষণা করা হয়েছে। এছাড়া কোম্পানিটি তিনটি শেয়ারের বিপরীতে দুটি রাইট ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে। সদ্য সমাপ্ত হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে কোম্পানিটি পাঁচ শতাংশ নগদ ও ১৭ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করেছে। ওই সময় শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে আট টাকা ১৮ পয়সা এবং শেয়ারপ্রতি সম্পদমূল্য (এনএভি) হয়েছে ৪৪ টাকা ৬০ পয়সা। ঘোষিত লভ্যাংশ বিনিয়োগকারীদের সম্মতিক্রমে অনুমোদনের জন্য বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও রাইট শেয়ার-সংক্রান্ত বিশেষ সাধারণ সভা (ইজিএম) আগামী ১২ অক্টোবর  অনুষ্ঠিত হবে। এজন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ১৯ সেপ্টেম্বর।

কোম্পানিটি তিনটি শেয়ারের বিপরীতে দুটি রাইট ছাড়তে চায়। এজন্য কোম্পানিটির ১০ টাকা ফেসভ্যালুর শেয়ারের সঙ্গে ১৫ টাকা প্রিমিয়ামসহ ইস্যু মূল্য হবে ২৫ টাকা। এজন্য বিনিয়োগকারী ও বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) সম্মতি নেওয়া হবে।

গতকাল শেয়ারদর দশমিক ১৩ শতাংশ বা ১০ পয়সা কমে প্রতিটি সর্বশেষ ৭৭ টাকা ৯০ পয়সায় হাতবদল হয়, যার সমাপনী দরও ছিল ৭৭ টাকা ৯০ পয়সা। দিনজুড়ে চার লাখ ৫২ হাজার ২৮৫টি শেয়ার মোট ৭৯৫ বার হাতবদল হয়, যার বাজারদর তিন কোটি ৫২ লাখ ৬৬ হাজার টাকা। দিনজুড়ে শেয়ারদর সর্বনি¤œ ৭৭ টাকা ৬০ পয়সা থেকে সর্বোচ্চ ৭৯ টাকায় হাতবদল হয়। গত এক বছরে শেয়ারদর ৪০ টাকা ৮০ পয়সা থেকে ৯৬ টাকা ৩০ পয়সায় ওঠানামা করে।

২০১৬ সালের ৩০ জুন সমাপ্ত হিসাববছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে ১০ শতাংশ নগদ ও ১০ শতাংশ বোনাস লভ্যাংশ দিয়েছে, যা আগের বছর ছিল পাঁচ শতাংশ নগদ ও ২০ শতাংশ বোনাস। এ সময় কোম্পানিটির ইপিএস হয়েছে তিন টাকা ৪৫ পয়সা এবং এনএভি হয়েছে ৪১ টাকা ছয় পয়সা। এটি আগের বছর একই সময় ছিল যথাক্রমে চার টাকা ৩৬ পয়সা ও ৪৫ টাকা ৬৩ পয়সা। ওই সময় কর-পরবর্তী আয় করেছে ২৭ কোটি ১২ লাখ ৩০ হাজার টাকা, যা আগের বছর একই সময় ছিল ২৭ কোটি ২৫ লাখ ৮০ হাজার টাকা।

‘এ’ ক্যাটাগরির কোম্পানিটি ২০১৪ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়। ১০০ কোটি টাকা অনুমোদিত মূলধনের বিপরীতে পরিশোধিত মূলধন ৮৬ কোটি ৪৮ লাখ ৬০ হাজার টাকা। রিজার্ভের পরিমাণ ১৬১ কোটি ৩২ লাখ টাকা।

প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) ইপিএস হয়েছে এক টাকা ২২ পয়সা, যা আগের বছর একই সময় ছিল এক টাকা ১৪ পয়সা। অর্থাৎ ইপিএস বেড়েছে আট পয়সা। কর-পরবর্তী মুনাফা ছিল ৯ কোটি ৫৬ লাখ ৫০ হাজার টাকা। দ্বিতীয় প্রান্তিকে ইপিএস হয়েছে দুই টাকা দুই পয়সা, যা আগের বছর একই সময় ছিল ৫১ পয়সা। অর্থাৎ ইপিএস বেড়েছে এক টাকা ৫১ পয়সা। ওই সময় কর-পরবর্তী মুনাফা করেছে ১৭ কোটি ৪২ লাখ ৯০ হাজার টাকা।

তৃতীয় প্রান্তিকে ইপিএস হয়েছে দুই টাকা ৯০ পয়সা, যা আগের বছর একই সময় ছিল ৮৪ পয়সা। অর্থাৎ ইপিএস বেড়েছে দুই টাকা ছয় পয়সা। ওই সময় কর-পরবর্তী মুনাফা করেছে ২৫ কোটি ৯ লাখ ৮০ হাজার টাকা।

সর্বশেষ বার্ষিক আর্থিক প্রতিবেদন ও বাজারদরের ভিত্তিতে শেয়ারের মূল্য-আয় (পিই) অনুপাত ২২ দশমিক ৫৮ এবং হালনাগাদ অনিরীক্ষিত ইপিএসের ভিত্তিতে ৯ দশমিক ৫২।

কোম্পানিটির মোট আট কোটি ৬৪ লাখ ৮৬ হাজার ৪০০টি শেয়ার রয়েছে। ডিএসইর সর্বশেষ তথ্যমতে, মোট শেয়ারের মধ্যে উদ্যোক্তা/পরিচালকদের ৩৩ দশমিক ৩৮ শতাংশ, প্রাতিষ্ঠানিক ২৯ দশমিক ৯৮ শতাংশ ও সাধারণ বিনিয়োগকারীদের কাছে ৩৬ দশমিক ৬৪ শতাংশ শেয়ার রয়েছে।