নিজস্ব প্রতিবেদক : মো. আব্দুল মোত্তালিব (৫৮) নামে আরও এক বাংলাদেশি হজযাত্রী মারা গেছেন। গত ৪ জুলাই সৌদি আরবের পবিত্র মক্কা মুকাররমায় মারা যান তিনি (ইন্নালিল্লাহি … রাজিউন)। তার বাড়ি নওগাঁ জেলায়।
৫ জুলাই পর্যন্ত সৌদি আরবে মোট ১৩ বাংলাদেশি হজযাত্রী মারা যান। এর মধ্যে পুরুষ ৯ জন এবং নারী ৪ জন।
বাংলাদেশ থেকে ৫ জুলাই পর্যন্ত মোট ৬০ হাজার ১৬৪ জন হজ করতে গেছেন সৌদি আরবে। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ৮৭টি ফ্লাইট পরিবহন করেছে ৩০ হাজার ৩৬৩ জনকে। সৌদি এয়ারলাইন্স ৬৪টি ফ্লাইটে পরিবহন করেছে ২৩ হাজার ৯১৯ হজযাত্রীকে এবং ফ্লাইনাস এয়ারলাইন্স পরিবহন করেছে ১৪টি ফ্লাইটে ৫ হাজার ৮৬৪ জনকে।
উল্লেখ্য, ৮ জুলাই পবিত্র হজ অনুষ্ঠিত হবে।

Print Date & Time : 10 September 2025 Wednesday 6:40 am
আরও এক বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু
জাতীয়,দিনের খবর ♦ প্রকাশ: