Print Date & Time : 4 September 2025 Thursday 6:38 am

আরও কমেছে জ্বালানি তেলের দাম

শেয়ার বিজ ডেস্ক: বিশ্ববাজারে আরও কমেছে জ্বালানি তেলের দাম। দাম কমে কয়েক মাসের মধ্যে সর্বনিন্ম হয়েছে। খবর: সিএনএন।

মন্দার আশঙ্কায় চাহিদায় প্রভাব পড়েছে বলে জ্বালানি তেলের দাম কমেছে বলে মনে করছেন বিশ্লেষকরা। এছাড়া গত মাসে চীনের ক্রুড আমদানি ধীর অর্থনৈতিক পুনরুদ্ধারকে নির্দেশ করে।

গতকাল সোমবার সকালে দেখা যায়, প্রতি ব্যারেল ব্রেন্ট ক্রুডের দাম ৭৪ সেন্ট বা শূন্য দশমিক আট শতাংশ কমে ৯৪ দশমিক ১৮ ডলারে নেমেছে, যা ফেব্রুয়ারির শেষ সপ্তাহের পর সর্বনিন্ম। তাছাড়া সাপ্তাহিক ভিত্তিতে ১৩ দশমিক ৭ শতাংশ কমে ২০২০ সালের এপ্রিলের পর সর্বনিন্ম হয়েছে।

ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের মূল্য ব্যারেল প্রতি ৬৭ সেন্ট বা শূন্য দশমিক আট শতাংশ কমে ৮৮ দশমিক ৩৪ ডলার হয়েছে।

এর আগে শুক্রবার (৫ আগস্ট) অপরিশোধিত তেলের বেঞ্চমার্ক ব্রেন্ট ক্রুডের দাম প্রতি ব্যারেলে ৮০ সেন্ট বেড়ে হয় ৯৪ দশমিক ৯২ মার্কিন ডলার। এছাড়া যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দাম ব্যারেলপ্রতি ৪৭ সেন্ট বেড়ে হয় ৮৯ দশমিক ১ ডলার।