শেয়ার বিজ ডেস্ক: গত বুধবার প্রথমবারের মতো মুখোমুখি বৈঠক করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। রুশ প্রেসিডেন্টের সরকারি বাসভবন ক্রেমলিনে এই বৈঠকটি অনুষ্ঠিত হয়। বৈঠকে উভয় নেতা নিজেদের মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদারের ব্যাপারে আশাবাদী। খবর: রয়টার্স।
এ বৈঠকে আঞ্চলিক ও আন্তর্জাতিক নানা ইস্যু নিয়েও আলোচনা করেন দুই নেতা। গত বছর আগস্টে ইরানের প্রেসিডেন্ট হন ইব্রাহিম রাইসি। গত বুধবার তিনি দুই দিনের সফরে মস্কো যান। ২০১৭ সালের পর রাশিয়াতে এটিই প্রথম কোনো ইরানি প্রেসিডেন্টের সফর। রাশিয়ার জ্বালানিমন্ত্রী নিকোলাই শুলগিনুফ মস্কো বিমানবন্দরে তাকে স্বাগত জানান। তিনি রাশিয়ার পার্লামেন্ট ডুমায় ভাষণ দিতে পারেন। এছাড়া রাশিয়া প্রবাসী ইরানি ও রুশ ব্যবসায়ীদের সমাবেশেও অংশ নেবেন রাইসি।
ইব্রাহিম রাইসি বলেন, ৪০ বছরের বেশি সময় ধরে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার মধ্যে রয়েছে ইরান। নিষেধাজ্ঞা প্রত্যাহারের চেষ্টা চলছে। তবে এসব নিষেধাজ্ঞা ইরানের উন্নয়নের পথে বাধা সৃষ্টি করতে পারেনি। তিনি রাশিয়ার সঙ্গে কৌশলগত সম্পর্ক জোরদারে আগ্রহ দেখান।
ভ্লাদিমির পুতিন বলেন, কভিড-১৯ মহামারির মধ্যেও দুই দেশের বাণিজ্য ছয় শতাংশ বেড়েছে। নানা প্রকল্পে পারস্পরিক সহযোগিতা রয়েছে। দুই দেশের প্রচেষ্টায় আমরা সন্ত্রাসবাদ মোকাবিলায় সিরিয়াকে সহযোগিতা করতে সক্ষম হয়েছি।
ইরানের প্রেসিডেন্টের সফরকালে রাশিয়া ও ইরানের মধ্যে জ্বালানি চুক্তি স্বাক্ষরিত হতে পারে। এছাড়া কৌশলগত দ্বিপক্ষীয় নানা বিষয় নিয়ে আলোচনা হবে। রাশিয়ায় রাইসির সফর ঘিরে নতুন সম্ভাবনার দ্বার খুলে যাবে বলে মনে করছেন দেশটির ব্যবসায়ীরা।