ক্রীড়া ডেস্ক : গত বিশ্বকাপের পর থেকে এখনও জাতীয় দলের বাইরে রয়েছেন মহেন্দ্র সিং ধোনি। তাই তার অবসর প্রসঙ্গটা চলে এসেছে সামনে, যা আরও বাড়িয়ে দিয়েছে ক’দিন আগেই দেশটির ক্রিকেট বোর্ডের চুক্তি থেকে বাদ পড়ায়। তবে ব্যাপারটি নিয়ে এবার মুখ খুললেন ভারতের সাবেক অধিনায়ক এন শ্রীনিবাসন। তিনি জানিয়েছেন, ২০২০ সালে এ ডানহাতি আইপিএলে চেন্নাই সুপারের হয়ে খেলবেন। ২০২১ দলটির জার্সিতে দেখা যাবে তাকে। এরপরও থাকবেন।
গত পরশু ভারতের এক অনুষ্ঠানে ধোনির অবসর প্রসঙ্গে শ্রীনিবাসন বলেন, ‘ধোনিকে নিয়ে দেশজুড়ে অনেক কথা হচ্ছে। ঘণ্টার পর ঘণ্টা ব্যাপারটি নিয়ে নানা আলোচনা চলছে। ধোনি কখন অবসর নেবেÑসেটাই এখন সবার প্রশ্ন। আমি জানি, মাহি এ বছর আইপিএল খেলবে। শুধু তা-ই নয়, পরের বছর আইপিএল নিলামেও অংশ নেবে এবং ওকে রিটেন করা হবে। ধোনি ২০২১ পর্যন্ত আইপিএল খেলবেÑএ নিয়ে আমার মনে কোনো সংশয় নেই।’
চলতি মাসের শুরু থেকেই রাঁচিতে ঝাড়খণ্ড দলের সঙ্গে আইপিএলের প্রস্তুতি শুরু করেছেন ধোনি। এমনটাই নাকি শ্রীনিবাসনের সঙ্গে কথা ছিল তার, ‘শেষবার ধোনির সঙ্গে যখন আমার কথা হয়েছিল, জানুয়ারি থেকে প্রস্তুতি শুরু করবে বলেছিল এবং ও কথা রেখেছে। মাহি নিজের কথা রাখতে জানে। কিন্তু প্রস্তুতিতে নেমে ওর ব্যাটিং কিন্তু আমাকে অবাক করছে। সাত মাস পর প্রস্তুতিতে নেমে ও প্রতিটি বল ব্যাটের মাঝে খেলেছে। পেসার থেকে স্পিনার সবার বিরুদ্ধে ব্যাটিং করেছে। কোনো জড়তা নেই। ধোনি রাঁচিতে যতদিন থাকছে, অনুশীলন করবে।
২০০৮ থেকেই আইপিএলে চেন্নাই সুপার কিংসের অধিনায়ক ধোনি। তার অধীনে তিনবার শিরোপা জিতেছে দলটি। এছাড়া আরও পাঁচবার রানারআপ হয়েছে। এছাড়া তার হাত ধরেই দলটি ২০১০ ও ২০১৪ সালের চ্যাম্পিয়নস লিগ টি-টোয়েন্টির শিরোপা জিতেছে। তাই ধোনিকে এখনই ছেড়ে দেওয়ার পক্ষে নয় ফ্র্যাঞ্চাইজি।