Print Date & Time : 17 August 2025 Sunday 11:48 pm

আরও বড় পরিসরে আড়ং কুমিল্লা এখন নতুন ঠিকানায়

 

আরও বড় পরিসরে নতুন ঠিকানায় স্থানান্তর হয়ে গেল ফ্যাশন ও লাইফস্টাইল ব্র্যান্ড আড়ংয়ের কুমিল্লা আউটলেট। ব্র্যাক এন্টারপ্রাইজের ব্যবস্থাপনা পরিচালক তামারা হাসান আবেদ গতকাল আড়ংয়ের নতুন কুমিল্লা আউটলেটটি উদ্বোধন করেন। এ সময় আড়ং ও ব্র্যাকের অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। কুমিল্লার গ্রাহকদের জন্য কেনাকাটার আরও উন্নত একটি পরিবেশ তৈরি করতে পেরে আমরা আনন্দিত। উদ্বোধনী অনুষ্ঠানে তামারা আবেদ বলেন, ‘কুমিল্লায় আমাদের এই নতুন করে শুরু করার পেছনে রয়েছে সমাজের প্রতি আড়ংয়ের অঙ্গীকার, কুমিল্লায় আমাদের গ্রাহকদের কাছে আরও উন্নতর সেবা পৌঁছে দেয়া এবং একই সঙ্গে স্থানীয় কারুশিল্পীদের সার্বিক উন্নয়ন। বিজ্ঞপ্তি