Print Date & Time : 10 September 2025 Wednesday 12:20 pm

আরও ১৪ ডেঙ্গু রোগী হাসপাতালে

নিজস্ব প্রতিবেদক: দেশে গত এক দিনে (বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা) ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ১৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এসব রোগী ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হন। অর্থাৎ ঢাকার বাইরের হাসপাতালে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কেউ ভর্তি হননি।

শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম ডেঙ্গু-বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

তার আগের দিন (বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা) ডেঙ্গুর কারণে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১৭ জন। এর মধ্যে ঢাকায় ১২ জন এবং আর ঢাকার বাইরে পাঁচ রোগী পাওয়া গেছে।

গতকাল কন্ট্রোল রুম জানিয়েছে, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ভর্তি আছেন ১৬৮ জন। এর মধ্যে ঢাকার ৪৬টি হাসপাতালে ভর্তি আছেন ১০৭ জন। আর ঢাকার বাইরে অন্যান্য বিভাগে ভর্তি আছেন ৬১ জন। চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২৮ হাজার ৯৯ জন। তাদের মধ্যে চিকিৎসা নিয়ে হাসপাতাল ছেড়েছেন ২৭ হাজার ৮৩০ জন।

কন্ট্রোল রুমের তথ্যমতে, চলতি বছর এখন পর্যন্ত ১০১ জনের মৃত্যু হয়েছে ডেঙ্গু আক্রান্ত হয়ে।