শোবিজ ডেস্ক: নাট্যদল ‘আরণ্যক’-এর ৪৫ বছরপূর্তি উদ্যাপনে সপ্তাহব্যাপী নাট্যোৎসবের আয়োজন করা হয়েছে। ২২ অক্টোবর শুরু হবে এই উৎসব, চলবে ২৮ অক্টোবর পর্যন্ত। সাত দিনব্যাপী আরণ্যকের এ উৎসবের নাম দেওয়া হয়েছে ‘পুষ্প ও মঙ্গল উৎসব’। এতে ভারত, ইরান ও হংকংয়ের নাট্যদল অংশ নেবে। উৎসবে মঞ্চনাটকের পাশাপাশি পথনাটক, সেমিনার ও নাট্যমেলাও থাকছে।
আর?ণ্যকের প্রধান মামুনুর রশীদ উৎসবের বিষয়টি নিশ্চিত করেন। দলের প্রধান সম্পাদক মান্নান হীরা উৎসবের বিস্তারিত জানিয়ে বলেন, ‘উৎসবে আরণ্যক তাদের তিনটি মঞ্চনাটক মঞ্চস্থ করবে। এগুলো হলো ইবলিশ, ময়ূর সিংহাসন ও রাঢ়াং। অন্যদিকে ভারতের দুটি নাট্যদল দুটি এবং ইরান ও হংকংয়ের নাট্যদল একটি করে নাটক মঞ্চস্থ করবে।’
উৎসব উদ্বোধন করবেন শহীদ শিক্ষক অধ্যাপক মুনীর চৌধুরীর স্ত্রী ও খ্যাতিমান অভিনেত্রী লিলি চৌধুরী। তাকে সম্মানিত করবে আরণ্যক।