Print Date & Time : 13 September 2025 Saturday 9:20 am

আরব আমিরাতে চলমান দুবাই এক্সপোতে সেমিনার অনুষ্ঠিত

সংযুক্ত আরব আমিরাতে চলমান দুবাই এক্সপো-২০২০-এর অংশ হিসেবে ‘গভর্নমেন্ট এজ দ্য ভ্যানগার্ড ফর ইনক্লুসিভ, ব্রেকথ্রো ইনোভেশন: এক্সপিরিয়েন্স ফ্রম দ্য গ্রোবাল সাউথ’ শীর্ষক এক উচ্চপর্যায়ের সেমিনার গত বুধবার অনুষ্ঠিত হয়। এটুআই ইনোভেশন ল্যাবের সহযোগিতায় রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) এবং দুবাইস্থ বাংলাদেশ দূতাবাস যৌথভাবে এ সেমিনার আয়োজন করে। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সরকারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম। সংযুক্ত আরব আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ আবু জাফরের সভাপতিত্বে আয়োজিত সেমিনার পরিচালনা করেন এটুআইয়ের প্রকল্প পরিচালক ড. দেওয়ান

মুহাম্মদ হুমায়ূন কবীর। অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য দেন দুবাইয়ে বাংলাদেশের কনস্যুলার জেনারেল বিএম জামাল হোসেন। বিজ্ঞপ্তি