Print Date & Time : 4 August 2025 Monday 12:12 pm

আরেকটি অর্জনের সামনে মেসি

 

 

ক্রীড়া ডেস্ক: বার্সেলোনার প্রাণভোমরা তিনি। শৈশব থেকেই স্পেনের এ ক্লাবেই তার বেড়ে ওঠা। এবার প্রিয় দলটির জার্সিতে এক অনন্য মাইলফলকের সামনে দাঁড়িয়ে লিওনেল মেসি। শনিবার অ্যাথলেটিকো মাদ্রিদের ঘরের মাঠে জিতলেই বার্সেলোনার জার্সিতে ৪০০তম জয় নিশ্চিত হবে কিং লিও’র। এর আগে লেগানেসের বিপক্ষে সবশেষ ম্যাচে জোড়া গোল করে জয়ের সংখ্যাটা ৩৯৯-এ নিয়েছিলেন এই আর্জেন্টাইন স্ট্রাইকার।

এখন পর্যন্ত বার্সেলোনার হয়ে মেসি খেলেছেন ৫৬৫ ম্যাচ। ৩৯৯টি জয়ের সঙ্গে বার্সাকে ২৯টি শিরোপা এনে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকাও রয়েছে তার। কিং লিও’র প্রিয় প্রতিপক্ষ অ্যাথলেটিকো মাদ্রিদ। যে ক্লাবটির বিপক্ষে এখন পর্যন্ত তিনি গোল করেছেন ২৬টি। ২০১৭ সালে বার্সার হয়ে ১৪ ম্যাচে মেসি গোল করেছেন ১১টি।

বার্সেলোনার হয়ে এখন পর্যন্ত ২৯টি শিরোপা এনে দিয়ে আন্দ্রেস ইনিয়েস্তার সঙ্গে রেকর্ড গড়েছেন মেসি। এর মধ্যে কিং লিও চারটি উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ, আটটি লা লিগা ট্রফি, চারটি কোপা ডেল রে, সাতটি সুপার কোপা ডি ইস্পানা, তিনটি উয়েফা সুপার কাপ এবং তিনটি ফিফা ক্লাব বিশ্বকাপ শিরোপা রয়েছে।