নিজস্ব প্রতিবেদক: বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বহরে যোগ হয়েছে ভাড়ায় আনা আরেকটি বোয়িং ৭৩৭-৮০০ উড়োজাহাজ। বিমানের জনসংযোগ শাখার জিএম শাকিল মেরাজ বলেন, বৃহস্পতিবার ভোররাতে উড়োজাহাজটি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়।
কুয়েতের আলাফকো এভিয়েশন লিজ অ্যান্ড ফাইন্যান্স কোম্পানির কাছ থেকে ছয় বছরের জন্য ভাড়ায় আনা এই উড়োজাহাজটি হবে বিমানবহরের পঞ্চম বোয়িং ৭৩৭-৮০০।
রাষ্ট্রীয় পতাকাবাহী সংস্থা বিমানের বহরে এর আগে ১৩টি উড়োজাহাজ ছিল। এর মধ্যে দুটি বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার, চারটি বোয়িং ৭৭৭-৩০০, চারটি ৭৩৭-৮০০ ও তিনটি ড্যাশ-৮। এর মধ্যে একটি বোয়িং ৭৩৭ মেরামতের জন্য গ্রাউন্ডেড। আর গত ৮ মে মিয়ানমারে দুর্ঘটনায় একটি ড্যাশ-৮ উড়োজাহাজ অকেজো হয়ে গেছে।
শাকিল মেরাজ জানান, নতুন আনা উড়োজাহাজটি দিয়ে ঢাকা থেকে সিলেট ও চট্টগ্রাম হয়ে আন্তর্জাতিক রুটে ফ্লাইট চালানো হবে। আগামী জুনে বিমানবহরে যুক্ত হবে ভাড়ায় আনা আরেকটি বোয়িং ৭৩৭-৮০০ উড়োজাহাজ। এছাড়া বিমানের নিজস্ব অর্থে কেনা দুটি বোয়িং ৭৮৭ ড্রিমলাইনার পৌঁছাবে জুলাই ও সেপ্টেম্বর মাসে।
বিমান এখন ১৬টি আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ সবকটি রুটে ফ্লাইট পরিচালনা করছে। গত অর্থবছরে রেকর্ড ২৬ লাখ যাত্রী বিমান বাংলাদেশ এয়ারলাইনসে ভ্রমণ করেছে বলে বিমানের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।