শোবিজ ডেস্ক: আগে টিভিতে ‘ব্যান্ড শো’ মানেই ছিল বাড়তি চমক কিংবা দর্শকদের বিশেষ আগ্রহ। তবে সেটি এখন অনেকটাই মিইয়ে গেছে। ইদানীং ব্যান্ডের গান যেমন জৌলুস হারিয়েছে তেমনি তাদের নিয়েও বিশেষ আয়োজন দেখা যায় না টিভি চ্যানেলগুলোয়।
তবুও ব্যান্ডের গান নিয়ে একটি বিশেষ অনুষ্ঠান সম্প্রচারের উদ্যোগ নিয়েছে এটিএন বাংলা। চ্যানেলটির আর্কাইভে জমে থাকা ব্যান্ডের গান দিয়ে সাজানো হচ্ছে এই শো। শিরোনাম ‘ব্যান্ড গ্যালারি’। অনুষ্ঠানটির প্রথম পর্ব প্রচারিত হবে আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায়। আর এতে থাকছে ‘প্রথম প্রেমের মতো’ (মাইলস), ‘জাত গেল জাত গেল বলে’ (লালন), ‘বিদ্রƒপ’ (দলছুট), ‘পদ্মার পাড়ে’ (নোভা) এবং ‘লেইস ফিতা লেইস’ (জেমস) গানগুলোর পরিবেশনা।
হƒদয় নন্দিতা হৃদির উপস্থাপনায় অনুষ্ঠানটি পরিচালনা করেছেন লানা খান, যা আজ থেকে প্রতি বৃহস্পতিবার একই সময়ে প্রচারিত হবে এটিএন বাংলার পর্দায়।