শেয়ার বিজ ডেস্ক: ১৩তম এসএ গেমসে আর্চারিতে নারীদের দলগত রিকার্ভে ভারতকে হারিয়ে স্বর্ণ জিতলো বাংলাদেশ। এ নিয়ে আজ রোববার দুটি স্বর্ণ জয় করলো বাংলাদেশ। সকালে ফাইনালে শ্রীলঙ্কার প্রতিযোগীদের ৬-০ সেটে হারিয়ে সোনা জিতে নেয় বাংলাদেশ দল।
এ পর্যন্ত বাংলাদেশ সব মিলিয়ে ৯টি স্বর্ণপদক জিতলো এসএ গেমেসে।
এর আগে দিনের শুরুতে রিকার্ভ পুরুষ দলগত ইভেন্টে শ্রীলঙ্কাকে হারিয়েই সোনা জেতেন রোমান সানা, তামিমুল ইসলাম ও হাকিম আহমেদ রুবেলকে নিয়ে গড়া বাংলাদেশ দল।
এ পর্যন্ত ১৩তম এসএ গেমসে বাংলাদেশ ৯টি স্বর্ণ ২২ টি রৌপ্য এবং ৫৫ টি ব্রোঞ্জ সহ ৮৫ টি পদক জিতেছে।