আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সঙ্গে আইসিবির কর্মসম্পাদন চুক্তি

অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ ও ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশের (আইসিবি) মধ্যে ২০২২-২৩ অর্থবছরের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে স্বাক্ষরিত হয়। আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব শেখ মোহাম্মদ সলীম উল্লাহ এবং আইসিবির ব্যবস্থাপনা পরিচালক মো. আবুল হোসেন এ চুক্তি স্বাক্ষর করেন। অনুষ্ঠানে আইসিবির এপিএ টিম প্রধান ও উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. কামাল হোসেন গাজী, এপিএ ফোকাল পয়েন্ট কর্মকর্তা মো. শরিকুল আনাম এবং অর্থ মন্ত্রণালয় ও বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি