অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ ও ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশের (আইসিবি) মধ্যে সম্প্রতি বার্ষিক কর্মসম্পাদন ২০১৯-২০ চুক্তি সই হয়। অনুষ্ঠানে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সিনিয়র সচিব মো. আসাদুল ইসলাম ও আইসিবির ব্যবস্থাপনা পরিচালক কাজী ছানাউল হক চুক্তিতে সই করেন। অনুষ্ঠানে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের আওতাধীন বিভিন্ন দফতর ও সংস্থার চেয়ারম্যান এবং সিইও এবং ব্যবস্থাপনা পরিচালকদের সঙ্গে আইসিবি পরিচালনা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. মজিব উদ্দিন আহমদ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি
