Print Date & Time : 8 July 2025 Tuesday 2:53 am

আর্থিক বিবরণীর মান উন্নয়নে বিএসইসি, আইডিআরএ ও এফআরসিকে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি), বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) এবং ফাইনান্সিয়াল রিপোর্টিং কাউন্সিলের (এফআরসি) মধ্যে সমন্বয় বৃদ্ধিসহ আর্থিক বিবরণীর মানোন্নয়নে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আনিসুজ্জামান চৌধুরী।

গতকাল রোববার (১ জুন) পরিকল্পনা কমিশনে আনিসুজ্জামান চৌধুরীর সভাপতিত্বে সভায় বিএসইসির চেয়ারম্যান, আইডিআরএ’র চেয়ারম্যান ও এফআরসির চেয়ারম্যানকে এ নির্দেশনা দেয়া হয়।

বিএসইসির পরিচালক ও মুখপাত্র আবুল কালাম স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে উল্লেখ করা হয়েছে, বিএসইসি-কে অধিকতর শক্তিশালীকরণ এবং পুঁজিবাজার উন্নয়নের লক্ষ্যে গঠিত কমিটির সভাপতি প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আনিসুজ্জামান চৌধুরীর সভাপতিত্বে এবং বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ, বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের চেয়ারম্যান এম আসলাম আলমে এবং ফাইনান্সিয়াল রিপোর্টিং কাউন্সিলের চেয়ারম্যান সাজ্জাদ হোসেন ভুঁইয়ার অংশগ্রহণে রবিবার (১ জুন) একটি সভা পরিকল্পনা কমিশনে অনুষ্ঠিত হয়েছে।

উক্ত সভায় দেশের পুঁজিবাজার, বীমা খাত ও অর্থনীতির উন্নয়ন সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। সভায় বীমা খাতের উন্নয়ন, পুঁজিবাজার ও অর্থনীতির উন্নয়নে বীমা কোম্পানির অবদান বৃদ্ধির বিষয়ে এ সময় আলোচনা হয়।

এছাড়াও পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানির আর্থিক বিবরণীর স্বচ্ছতা ও যথার্থতা নিশ্চিতকরণে অডিটরের দায়িত্ব নিরূপণ ও ব্যবস্থা গ্রহণ পূর্বক সার্বিকভাবে আর্থিক বিবরণীর মান উন্নয়ন বিষয়ে আলোচনা হয়েছে।

সভায় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আনিসুজ্জামান চৌধুরী বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন, বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এবং ফাইনান্সিয়াল রিপোর্টিং কাউন্সিলের মধ্যে সমন্বয় বৃদ্ধি, আর্থিক বিবরণীর মানোন্নয়ন এবং পুঁজিবাজার, বীমা খাত ও অর্থনীতির উন্নয়ন সংশ্লিষ্ট বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেন।