Print Date & Time : 3 August 2025 Sunday 9:25 am

‘আর্থিক সেবা খাতে’ আইসিএসবি পুরস্কার পেল বাংলাদেশ ফাইন্যান্স

টানা তৃতীয়বারের মতো ‘আর্থিক সেবা খাতে’ পুরস্কার জিতে নিলো বাংলাদেশ ফাইন্যান্স লিমিটেড। ২০২২ সালে সেরা করপোরেট গভর্নেন্স এক্সিলেন্সের স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ ফাইন্যান্সকে সিলভার অ্যাওয়ার্ড দিয়েছে দি ইনস্টিটিউট অব চার্টার্ড সেক্রেটারিজ অব বাংলাদেশ। গত শনিবার রাজধানীর এক হোটেলে আয়োজিত দশম আইসিএসবি ন্যাশনাল অ্যাওয়ার্ড অনুষ্ঠানে বাংলাদেশ ফাইন্যান্সকে সিলভার পুরস্কারের জন্য স্বীকৃতি দেয়া হয়। বাণিজ্য মন্ত্রী টিপু মুনশি অনুষ্ঠানে অনলাইনে যোগ দেন। বাংলাদেশ ফাইন্যান্সের পক্ষে অ্যাওয়ার্ড নেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক মো. কায়সার হামিদ ও কোম্পানি সচিব মুন্সী আবু নাঈম। বিজ্ঞপ্তি