‘আর্থিক সেবা খাতে’ শ্রেষ্ঠত্বের পুরস্কার জিতে নিল বাংলাদেশ ফাইন্যান্স লিমিটেড। ২০২০ সালে সেরা আর্থিক প্রতিবেদন প্রকাশের স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ ফাইন্যান্সকে এ স্বীকৃতি দিয়েছে ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএবি)। সম্প্রতি রাজধানীর এক হোটেলে আয়োজিত অনুষ্ঠানে ১৫টি ক্যাটেগরিতে মোট ৩১টি প্রতিষ্ঠান ও সংস্থাকে এ পুরস্কার দেয়া হয়। ‘আর্থিক সেবা খাতে’ বাংলাদেশ ফাইন্যান্স দ্বিতীয় স্থান অর্জন করেছে। বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির হাত থেকে বাংলাদেশ ফাইন্যান্সের পক্ষে পুরস্কার নেন প্রতিষ্ঠানটির পরিচালক ইকবাল ইউ আহমেদ এবং ব্যবস্থাপনা পরিচালক মো. কায়সার হামিদ। বিজ্ঞপ্তি
