Print Date & Time : 4 September 2025 Thursday 6:30 pm

আর কে টাওয়ারের আগুন নিয়ন্ত্রণে

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর বাংলামোটর এলাকার আর কে টাওয়ারের আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ৮টি ইউনিটের চেষ্টায় দুপুর ২টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ভবনটির ৭ তলায় আগুনের সূত্রপাত ঘটে।

ফায়ার সার্ভিসের উপ-পরিচালক (ডিডি-ঢাকা) দিনমনি শর্মা বিষয়টি নিশ্চিত করেছেন

তিনি বলেন, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের অ্যান্ড সিভিল ডিফেন্সের ৮টি ইউনিট ঘটনাস্থলে কাজ করেছে। বর্তমানে আগুন নিয়ন্ত্রণে এসেছে।

তিনি আরও বলেন, ভবনটির ৭ তলায় গোডাউন ছিল। সেখানে বিপুল পরিমাণ কাগজ, ফাইলপত্র, কার্টন রয়েছে। এজন্য আগুন নিয়ন্ত্রণে আনতে কিছুটা বেগ পেতে হয়েছে।

আগুনে হতাহতের বিষয়ে তিনি বলেন, এখন পর্যন্ত কেউ হতাহত হয়েছে বলে জানা যায়নি। তবে অগ্নিনির্বাপণ করতে গিয়ে রায়হান নামে আমাদের এক ফায়ার ফাইটার আহত হয়েছেন। তাকে আমাদের অ্যাম্বুলেন্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।