শেয়ার বিজ ডেস্ক: জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে যুক্তরাষ্ট্রের পার্ল হারবার নৌঘাঁটি পরিদর্শন করেছেন। ১৯৪১ সালে এ স্থানেই জাপানের বিমান হামলায় দুই হাজার ৩০০ মার্কিন নৌসেনা নিহত হয়েছিলেন। তাদের প্রতি আন্তরিকতা ও সমবেদনা জানালেন আবে। খবর বিবিসি।
মঙ্গলবার মার্কিন নৌঘাঁটিতে প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে দাঁড়িয়ে কথা বলার সময় আবে বলেন, নিহতদের স্মরণে নির্মিত স্মৃতিসৌধে গিয়ে তিনি বাকরুদ্ধ হয়ে পড়েন। তিনি বলেন, আমরা চাই না যুদ্ধের ভয়াবহতার পুনরাবৃত্তি আর কখনোই ঘটুক। জাপানের মানুষ এই ব্রত নিয়েছে।
স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের পর নিজের বক্তব্যে আবে যুক্তরাষ্ট্রকে তাদের সহ্যশক্তির জন্য ধন্যবাদ জানান। প্রেসিডেন্ট ওবামা আবের সফরকে ঐতিহাসিক হিসেবে বর্ণনা করে বলেন, এটি পুনরায় স্মরণ করিয়ে দেয় যে, সবচেয়ে গভীর ক্ষতও কখনও কখনও বন্ধুত্ব এবং দীর্ঘস্থায়ী শান্তির পথ তৈরি করতে পারে। মার্কিন নৌঘাঁটিতে দেওয়া বক্তব্যে আবে আরও বলেন, যুদ্ধের ভয়াবহতার পুনরাবৃত্তি যেন আর কখনোই না হয়।
ওবামা বলেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর দুই দেশের সম্পর্ক এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে শান্তির একটি ভিত্তি হিসেবে দাঁড়িয়েছে। সাত মাস আগে ওবামা প্রথম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে জাপানের হিরোশিমা সফরে গিয়েছিলেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় প্রথমবারের মতো সেখানেই পারমাণবিক বোমার ব্যবহার করেছিল যুক্তরাষ্ট্র।