Print Date & Time : 1 September 2025 Monday 12:04 pm

আলজেরিয়ায় বেকার ভাতা চালুর উদ্যোগ

শেয়ার বিজ ডেস্ক: আলজেরিয়ার বাড়ছে বেকারের সংখ্যা। বর্তমানে দেশটিতে ছয় লাখের বেশি বেকার রয়েছেন। বেকারত্বের এই উচ্চ হার মোকাবিলায় হিমশিম পোহাতে হচ্ছে আলজেরিয়ার সরকারকে। তাই বেকার ভাতা চালুর উদ্যোগ নিয়েছে দেশটির সরকার। খবর: আরব নিউজ।

আলজেরিয়ান টেলিভিশনে দেয়া এক সাক্ষাৎকারে দেশটির প্রেসিডেন্ট আবদেল মাজিদ তেবোউন বলেন, সরকার প্রাপ্তবয়স্ক তরুণদের জন্য বেকারত্ব সুবিধা চালু করবে। বিশ্বের অনেক দেশে নাগরিকদের জন্য বিভিন্ন ধরনের ভাতা চালু রয়েছে। নাগরিকরা বয়স্ক, নারী, বিধবাসহ আরও নানা ধরনের ভাতা পেয়ে থাকেন বলে এক বিবৃতিতে উল্লেখ করেন দেশটির প্রেসিডেন্ট।

ইউরোপের বাইরে প্রথম দেশ হিসেবে আলজেরিয়া এমন সুবিধা চালু করছে বলে জানান প্রেসিডেন্ট। ২০২২ সালের বাজেটের অংশ এই বেকার ভাতা।

প্রেসিডেন্ট বলেন, আগামী মার্চে ১৯ থেকে ৪০ বছর বয়সী চাকরিপ্রত্যাশীদের ভাতা দেয়া শুরু হবে। ভাতা পাওয়ার জন্য যোগ্য ব্যক্তিরা কোনো চাকরি পাওয়ার আগ পর্যন্ত মাসে ১০০ ডলার করে ভাতা পাবেন। এ হিসেবে দেশটির ন্যূনতম মজুরির তিন ভাগের দুই ভাগ পাবেন বেকাররা। তাদের কিছু চিকিৎসাসেবার আওতায় আনা হবে। এছাড়া ভোক্তার পণ্যের ওপর থেকে করহার পরিহার করা হবে।

উত্তর আফ্রিকার দেশটিতে বেকারত্বের হার বেড়েছে প্রায় ১৫ শতাংশ। আফ্রিকার সবচেয়ে বড় প্রাকৃতিক গ্যাস রপ্তানিকারক দেশটির জনসংখ্যা প্রায় চার কোটি ৫০ লাখ। তবে দেশটির মোট রাজস্ব আয়ের ৯০ শতাংশ আসে হাইড্রোকার্বন থেকে।

গত বছর নভেম্বরে দেশটির আইনপ্রণেতারা নাগরিকদের নিত্যপ্রয়োজনীয় কিছু পণ্যের ওপর ভর্তুকি দেয়ার প্রসঙ্গ তোলেন। এতে দেশটিতে সামাজিক শান্তি বজায় থাকবে বলে মনে করেন তারা। তখন জ্বালানি আয়ে ঘাটতি দেখা দিলে এসব উদ্দেশ্য ভেস্তে যেতে পারে বলেও মন্তব্য করেন কিছু আইনপ্রণেতা। তবে এরই মধ্যে প্রেসিডেন্টের ঘোষণাকে সাধুবাদ জানিয়েছেন তারা।