Print Date & Time : 12 September 2025 Friday 5:13 am

আলমডাঙ্গায় বৃদ্ধ দম্পতির মরদেহ উদ্ধার

প্রতিনিধি, চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় হাত-মুখ বাঁধা অবস্থায় এক বৃদ্ধ দম্পতির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার বেলা সাড়ে ১১টার দিকে আলমডাঙ্গা পৌর এলাকার পুরোনো বাজার পাড়ায় নিজ বাড়ি থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। নিহতরা হলেন স্থানীয় শিলা সিনেমা হলের মালিক চাতাল ব্যবসায়ী নজির উদ্দির (৭০) ও তার স্ত্রী ফরিদা খাতুন (৬০)।

আলমডাঙ্গা থানার ওসি সাইফুল ইসলাম জানান, হাত ও মুখ বাঁধা অবস্থায় বৃদ্ধকে গোসলখানা থেকে ও বৃদ্ধাকে ঘরের মেঝে থেকে রক্তাক্ত অবস্থায় মরদেহ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৃদ্ধকে শ্বাসরোধ ও বৃদ্ধাকে কুপিয়ে হত্যা করা হয়েছে।

চুয়াডাঙ্গা পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন জানান, ঘটনাস্থলে পুলিশের একাধিক টিম কাজ করছে। তাদের হত্যা করে লাশ ঘরের মধ্যে রেখে বাইরে থেকে তালা লাগিয়ে দেয়া হয়।