Print Date & Time : 15 August 2025 Friday 7:27 am

আলমডাঙ্গায় যুবকের কঙ্কাল উদ্ধারের ঘটনায় গ্রেপ্তার ২

প্রতিনিধি, চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গায় নিখোঁজ যুবকের কঙ্কাল উদ্ধারের ঘটনায় প্রধান অভিযুক্তসহ দুজনকে গ্রেপ্তার করেছে। জিজ্ঞাসাবাদ শেষে গতকাল শনিবার ভোরে তাদের হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়। অন্যদের ধরতে পুলিশ অভিযান অব্যাহত রেখেছে বলে জানিয়েছে। কঙ্কালের ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন আলমডাঙ্গা উপজেলার খাদিমপুর গ্রামের আবদুর রশিদের ছেলে শিপন আলী (২২) ও তার স্ত্রী ইভা খাতুন।

আলমডাঙ্গা থানার ওসি আলমগীর কবির বলেন, গত শুক্রবার সকালে খাদিমপুর গ্রামে মাছ ধরার সময় পুকুরের কচুরিপানার নিচে কঙ্কাল দেখতে পান। এ খবর গ্রামে ছড়িয়ে পড়লে শিপন ও তার স্ত্রী ইভা খাতুন গা ঢাকা দেয়। পুলিশ রাতে প্রধান অভিযুক্ত শিপনকে আটকের জন্য অভিযান চালায় আলমডাঙ্গার বিভিন্ন স্থানে।

পরে খাদিমপুর এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে স্বামী-স্ত্রীকে আটক করে। রাতে নিহতের ভাই জাহাঙ্গীর আলম বাদী হয়ে আলমডাঙ্গা থানায় আটজনের নাম উল্লেখসহ কয়েকজনকে অজ্ঞাত আসামি করে একটি মামলা করেন। মামলায় শাহিন আলী ও ইভা খাতুনকে গ্রেপ্তার দেখান।

তিনি আরও বলেন, অন্যদের গ্রেপ্তারে পুলিশ অভিযান অব্যাহত রয়েছে। ময়নাতদন্ত শেষে কঙ্কাল পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

ওসি বলেন, ২০২০ সালের ১০ অক্টোবর নিখোঁজ হন আলমডাঙ্গা খাদিমপুর গ্রামের আলমগীর হোসেন (২২)। নিখোঁজের ৫৬ দিন পর তার কঙ্কাল উদ্ধার হয় গ্রামের একটি পুকুর থেকে। প্যান্ট দেখে তার বাবা ও ভাই তাকে শনাক্ত করেন।