আলমডাঙ্গার তিওরবিলা থেকে অস্ত্র ও গুলিসহ আটক ১

প্রতিনিধি, চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গার আলমডাঙ্গার তিওরবিলা গ্রামে অভিযান চালিয়ে একটি দেশি তৈরি ওয়ান শুটার গান, শটগানের সাদা রংয়ের এক রাউন্ড গুলি ও দু’টি ব্যাটারি চালিত পাখি ভ্যান সহ শামীম রহমান (২২) কে আটক করেছে পুলিশ। আটককৃত শামীম উপজেলার তিওরবিলা গ্রামের সাইদ মালিতার ছেলে ।

শুক্রবার বিকেলে তিয়রবিলা গ্রামের সড়কের উপর থেকে তাকে আটক করা হয় ।

পুলিশ সূত্রে জানা যায় , শুক্রবার বিকেলে আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদুর রহমানের নেতৃত্বে তিওরবিলা পুলিশ ক্যাম্পের ইনচার্জ এস আই সুকান্ত কুমার দাস সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে আলমডাঙ্গা উপজেলার তিয়রবিলা গ্রামের প্রধান সড়কের উপরে দু’টি ব্যাটারি চালিত পাখি ভ্যান সহ সন্দেহভাজন হিসাবে শামীম রহমানকে আটক করে । এসময় অন্যরা পালিয়ে গেলেও শামীমকে আটক করে পুলিশ। এসময় তার দেহ তল্লাশি করে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।

আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুদুর রহমান রাতে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে ঘটনা সত্যতা নিশ্চিত করেন।