প্রতিনিধি, চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রাশেদুল ইসলাম (৫০) নামে এক মুদি ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার দুপুরে উপজেলার কুলপাড়া পশ্চিমপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত রাশেদুল ওই এলাকার মহির উদ্দীনের ছেলে।
নিহতের পরিবার সূত্রে জানা যায়, দুপুরের দিকে নিজ ঘরের বৈদ্যুতিক পাখার একটি খোলা তার মেরামতের চেষ্টা করেন রাশেদুল। এ সময় ওই পাখার খোলা তারে স্পর্শ করতেই তিনি বিদ্যুতায়িত হয়ে পড়েন। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে আসে।
সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক নুরুন্নাহার রাশেদুল ইসলামকে মৃত বলে ঘোষণা করেন। আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান মুন্সি ঘটনা সত্যতা নিশ্চিত করেন।

Print Date & Time : 15 September 2025 Monday 12:41 pm
আলমডাঙ্গায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব্যবসায়ীর মৃত্যু
সারা বাংলা ♦ প্রকাশ: