আলমডাঙ্গা রেল লাইন থেকে যুবকের লাশ উদ্ধার

প্রতিনিধি, চুয়াডাঙ্গা : চুয়াডাঙ্গার আলমডাঙ্গা রেল ষ্টেশনের অদূরে রেল লাইনের ধার থেকে হাত-পা বিচ্ছিন্ন সানারুল ইসলাম (১৬) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে রেলওয়ে ফাঁড়ি পুলিশ। রবিবার ভোর ৫ টার দিকে এ ঘটনা ঘটে। সকাল ১০ টায় কালিদাসপুর-জগন্নাথপুর গ্রাম সংলগ্ন রেল লাইনের ধার থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত সানারুল ইসলাম আলমডাঙ্গা উপজেলার কালিদাসপুর ইউনিয়নের পারকুলা গ্রামের দায়পাড়ার আব্দুল আলিমের ছেলে।

চুয়াডাঙ্গা রেলওয়ে পুলিশের উপ-পরিদর্শক মাসুদ রানা বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা খুলনাগামী আন্তঃনগর চিত্রা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে ওই যুবক নিহত হয় বলে ধারণা করা হচ্ছে। তার ডান হাত ও দুই পা শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে।