Print Date & Time : 30 August 2025 Saturday 4:30 pm

আলিফ ইন্ডাস্ট্রিজের ঋণমান প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: বস্ত্র খাতের কোম্পানি আলিফ ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ঋণমান অবস্থান (ক্রেডিট রেটিং) নির্ণয় করেছে আলফা ক্রেডিট রেটিং লিমিটেড (আলফারেটিং)। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, কোম্পানিটি দীর্ঘমেয়াদে রেটিং পেয়েছে ‘এ’। আর স্বল্পমেয়াদে পেয়েছে ‘এসটি-২’। ৩০ জুন, ২০২১ সমাপ্ত হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং ৩১ ডিসেম্বর, ২০২১ পর্যন্ত অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ও ১৭ এপ্রিল ২০২২ পর্যন্ত অন্যান্য প্রাসঙ্গিক তথ্যের আলোকে এ রেটিং সম্পন্ন হয়েছে।

কোম্পানিটি ২০১৭ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়ে বর্তমানে ‘এ’ ক্যাটেগরিতে অবস্থান করছে। কোম্পানির ১৫০ কোটি টাকা অনুমোদিত মূলধনের বিপরীতে পরিশোধিত মূলধন ৪৪ কোটি ২৫ লাখ ২০ হাজার টাকা। রিজার্ভের পরিমাণ ৫১ কোটি ৬১ লাখ টাকা। কোম্পানিটির মোট চার কোটি ৪২ লাখ ৫১ হাজার ৬৬৯টি শেয়ার রয়েছে।