আলিবাবার আয় বেড়েছে ৫৪ শতাংশ

শেয়ার বিজ ডেস্ক: ২০১৬ সালের ডিসেম্বরে শেষ হওয়া প্রান্তিকে আগের বছরের একই সময়ের তুলনায় চীনের ই-কমার্স জায়ান্ট আলিবাবার আয় বেড়েছে ৫৪ শতাংশ। অনলাইন বাজারে বিক্রির পরিমাণ বেড়ে যাওয়ায় এটি সম্ভব হয়েছে। প্রতিষ্ঠানটি এক বিবৃতিতে জানিয়েছে, ওই প্রান্তিকে রেভিনিউ বেড়ে সাত দশমিক সাত বিলিয়ন ডলারে পৌঁছেছে। খবর এএফপি।

তথ্যমতে, ডিসেম্বর প্রান্তিকে কোম্পানিটির নিট আয় আগের বছরের একই প্রান্তিকের চেয়ে ৪৩ শতাংশ বেড়ে দুই দশমিক ৫৭ বিলিয়ন ডলারে পৌঁছেছে।

আলিবাবা গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা ড্যানিয়েল জাং বলেন, গত প্রান্তিকের এ চিত্র এটাই প্রমাণ করে যে, চীনজুড়ে আলিবাবা তার গ্রহণযোগ্যতা তৈরি করতে পেরেছে।

চীনের অনলাইন ব্যবসার অনেকটাই আলিবাবার নিয়ন্ত্রণে। প্রতিষ্ঠানটির তাওবাও প্ল্যাটফর্ম ভোক্তা ও ভোক্তা বাজারের ৯০ শতাংশ নিয়ন্ত্রণ করে। এছাড়া টিমল প্ল্যাটফর্ম ব্যাবসায়ী ও ভোক্তা বাজারের প্রায় অর্ধেকটা নিয়ন্ত্রণ করে।

সম্প্রতি আলিবাবার প্রতিষ্ঠাতা জ্যাক মা ও যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট ডোনাল্ড জে ট্রাম্পের মধ্যে একটি বৈঠক হয়। সেখানে মে যুক্তরাষ্ট্রে ১০ লাখ কর্মসংস্থানের সৃষ্টির ঘোষণা দেন। বিশ্লেষকরা মনে করছেন, এতে করে আলিবাবার সুনাম ও রাজনৈতিক ঝুঁকি দু-ই কমেছে।

তথ্যমতে, ডিসেম্বর প্রান্তিকে প্রতিষ্ঠানটির ডিজিটাল মিডিয়া ও বিনোদন খাতের রেভিনিউ ২৭৩ শতাংশ বেড়ে ৫৮৫ মিলিয়ন ডলারে পৌঁছেছে। ওই সময় আলিবাবার মূল (কোর) ব্যবসা ইউনিট আগের বছরের একই সময়ের তুলনায় ৪৫ শতাংশ বেড়ে ছয় দশমিক সাত বিলিয়ন ডলার হয়েছে।