Print Date & Time : 31 August 2025 Sunday 12:12 am

আলুর ন্যায্যমূল্য নিশ্চিতে রপ্তানির পদক্ষেপ নেওয়া হয়েছে: বাণিজ্যমন্ত্রী

প্রতিনিধি, রংপুর: নতুন আলু বাজারে আসায় দাম কিছুটা কমেছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। তিনি বলেন, ‘আলুর মূল্য স্বাভাবিক হয়ে আসবে। কৃষকরা যেন আলুর ন্যায্যমূল্য পান, তা নিশ্চিত করতে রপ্তানির উদ্যোগ নেওয়া হয়েছে।’ 

রোববার নিজ নির্বাচনী এলাকা রংপুর জেলার কাউনিয়া উপজেলার সারাই ইউনিয়ন পরিষদ চত্বরে এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

বাণিজ্যমন্ত্রী বলেন, ‘নতুন বছরের শুরুতেই করোনা সংক্রমনের হার কিছুটা বৃদ্ধি পাওয়ার কারণে দেশে ব্যবসা-বাণিজ্য ও আমদানি-রপ্তানিতে কোনো প্রভাব পড়বে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ আজ উন্নয়নশীল দেশে রূপান্তরিত হয়েছে। মানুষের আয় বেড়েছে। দেশের শহর থেকে শুরু করে গ্রামগঞ্জে ব্যবসা-বাণিজ্যের সম্প্রসারণ ঘটেছে, এর ফলে বেড়েছে আমদানি রপ্তানি।’