Print Date & Time : 29 August 2025 Friday 11:37 pm

আলেশামার্টের চেয়ারম্যান ও পরিচালকদের গ্রেপ্তার দাবি

নিজস্ব প্রতিবেদক: আলেশামার্টের চেয়ারম্যান মঞ্জুর আলম শিকদার এবং পরিচালক সাদিয়া চৌধুরী ও জান্নাতুল নাহারের বিরুদ্ধে চেক প্রতারণার মামলায় আদালত থেকে গ্রেপ্তারি ওয়ারেন্ট জারি হওয়ায় তাদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন আলেশামার্টের গ্রাহকরা। একই সঙ্গে তাদের সম্পত্তি বাজেয়াপ্ত ও বিক্রি করে গ্রাহকদের দেনা পরিশোধ করার জন্য বাণিজ্য মন্ত্রণালয়কে দ্রুত পদক্ষেপ নেয়ার জন্য দাবি করেন তারা। গতকাল ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তারা এসব দাবি করেন।

গ্রাহকদের পক্ষে শান্তনু দাস বলেন, ‘আসামিরা প্রকাশ্যে ঘুরে বেড়ালেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের অজ্ঞাত কারণে গ্রেপ্তার করছে না। এমনকি আলেশামার্টের চেয়ারম্যান মঞ্জুর আলম শিকদার মাঝেমধ্যে সশরীর লাইভে এসে প্রমাণ করতে চান, তিনি অনেক ক্ষমতাধর বলে তাকে গ্রেপ্তার করা হচ্ছে না।’

তিনি বলেন, ‘আলেশামার্টের চেয়ারম্যানসহ গ্রেপ্তারি ওয়ারেন্ট জারি হওয়া সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ এবং তাদের পরিবারের সদস্যদের বিদেশ গমন নিষিদ্ধ করতে হবে। তারা যদি বিদেশ পালিয়ে যান, সে ক্ষেত্রে গ্রাহকদের সব দায়দায়িত্ব বাণিজ্য মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নিতে হবে। গ্রাহকদের পাওনা টাকা পরিশোধের ক্ষেত্রে আগের পাওনা আগে পাবেÑএভাবে তালিকা প্রকাশ করে পরিশোধ করতে হবে।’

সংবাদ সম্মেলন থেকে শান্তনু দাস আলেশামার্টের চেয়ারম্যান মঞ্জুর আলম শিকদারকে অবিলম্বে গ্রেপ্তার করার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, প্রশাসন তথা প্রধানমন্ত্রী, বিচার বিভাগ তথা প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করেন। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন আলেশামার্টের অন্য গ্রাহকরা।