Print Date & Time : 27 August 2025 Wednesday 12:53 pm

‘আলোর দিশারী’ সংগঠনের সংবর্ধনা ও শীতবস্ত্র বিতরণ 

চবি প্রতিনিধি:  ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড.সাখাওয়াত হুসাইনের জন্মস্থান নোয়াখালী সেনবাগ উপজেলায় বিষ্ণুপুর গ্রামে নিজের প্রতিষ্ঠিত ”আলোর দিশারী” সংগঠনের উদ্যোগে এস.এস.সি ও দাখিল পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনার এবং দরিদ্রদের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হবে।

জানা যায়, আগামী শনিবার (২৭ জানুয়ারি) বিকাল তিনটার দিকে উত্তর বিষ্ণুপুরে এই আয়োজন করবে সংগঠনটি।

সংগঠনের প্রতিষ্ঠাতা অধ্যাপক ড.সাখাওয়াত হুসাইন বলেন, আলোর দিশারী একটি অরাজনৈতিক, শিক্ষা ও সমাজসেবী সংগঠন। গ্রামের পিছিয়ে পড়া শিক্ষার্থীদের উৎসাহ প্রদান এবং হতদরিদ্র জনগোষ্ঠীর পাশে থাকার ক্ষুদ্র প্রয়াস। এ ব্যাপারে সমাজের শিক্ষিত ও বিত্তবানদের সার্বিক সহায়তা একান্ত প্রয়োজন।

এই সংগঠন প্রতিষ্ঠা করার উদ্দেশ্য হলো সমাজ সেবামূলক এবং শিক্ষার অগ্রগতিসহ বিভিন্ন উন্নয়ন মূলক কাজে অবদান রাখার জন্য।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চবি ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রাক্তন চেয়ারম্যান এবং প্রাক্তন সিন্ডিকেট সদস্য ড. মুহাম্মদ সাখাওয়াত হুসাইন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ কৃষি ব্যাংকের প্রাক্তন ডিজিএম জনাব আবুল মোবারক এবং ফেনী সোনাগাজী চরলক্ষ্মীগন্জ নাজেরীয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ ইলিয়াছ।

উল্লেখ্য,২০২১ সালে “আলোর দিশারী” সংগঠনটি প্রতিষ্ঠিত হয়। এই সংগঠন একটি অরাজনৈতিক, শিক্ষা ও সমাজ সেবা মূলক সংগঠন।