Print Date & Time : 28 August 2025 Thursday 12:38 pm

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের পর্ষদীয় নির্বাহী কমিটির সভা

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেডের পর্ষদীয় নির্বাহী কমিটির ৫৯১তম সভা গতকাল ১৪ সেপ্টেম্বর ব্যাংকের প্রধান কার্যালয় সভাকক্ষে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন কমিটির চেয়ারম্যান হাফেজ মো. এনায়েত উল্লাহ। সভায় ব্যাংকের সার্বিক ব্যবসা পরিস্থিতি পর্যালোচনা করা হয় এবং বিভিন্ন নীতিগত সিদ্ধান্ত বিশ্লেষণ করা হয়। এসময় সভায় ছিলেন কমিটির ভাইস চেয়ারম্যান সেলিম রহমান, সদস্য মো. হারুন-অর-রশীদ খান, ইঞ্জিনিয়ার খন্দকার মেসবাহ উদ্দিন আহমেদ, ব্যবস্থাপনা পরিচালক মো. হাবিবুর রহমানসহ সংশ্লিষ্ট নির্বাহীরা। বিজ্ঞপ্তি