আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ২৭তম এজিএম অনুষ্ঠিত

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেডের ২৭তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) ভার্চুয়াল মাধ্যমে গত বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়। ব্যাংকের সেলিম রহমান এতে সভাপতিত্ব করেন। সভায় ২০২১ সালে সমাপ্ত বছরের জন্য ১৫ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদিত হয়। এজিএমে পর্ষদের ভাইস চেয়ারম্যান আবু নাসের মোহাম্মদ ইয়াহিয়া, নির্বাহী কমিটির চেয়ারম্যান আব্দুস সামাদ লাবু, নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম, ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান বদিউর রহমান, অডিট কমিটির চেয়ারম্যান মাহবুবুল আলম, পরিচালক আব্দুল মালেক মোল্লা, হাফেজ মো. এনায়েত উল্যা, আহামেদুল হক, নিয়াজ আহমেদসহ অন্যান্য পরিচালক, ব্যবস্থাপনা পরিচালক ফরমান আর চৌধুরী ও বিপুলসংখ্যক শেয়ারহোল্ডার অংশ নেন। বিজ্ঞপ্তি